cbn  

ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজারে মাদকের টাকায় অনেকে ‘সিআইপি’ হয়ে যাচ্ছেন। সনদ নিচ্ছেন। বুক ফুলিয়ে তা প্রচারও করছেন। যা খুবই দুঃখজনক।
শুধুমাত্র আয়কর দিলে হবেনা। করদাতাদের আয়ের উৎস নিশ্চিত করতে হবে।
অবৈধ উপায়ে অর্জিত টাকায় ‘আয়কর’ দিয়ে রেহাই মিলবেনা। অস্বাভাবিক টাকার উৎস বের করা হবে।
কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী সভায় কথাগুলো বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।
কক্সবাজার বিয়াম মার্টিপারপাস হলরুমে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে সভায় তিনি বিশেষ অতিথি ছিলেন।
কর অঞ্চল-৪ চট্টগ্রাম এর অায়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন টেক্সেস আপিলাত ট্রাইবুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য (কর কমিশনার) মোঃ ইকবাল হোসেন।
তিনি বলেন, টেক্সের টাকায় দেশ চলে। অর্থনীতি সমৃদ্ধ হয়। উন্নত সমৃদ্ধ দেশের জন্য সঠিকভাবে কর পরিশোধ করতে হবে।
কর অঞ্চল-৪ চট্টগ্রাম এর পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহিদুর রহমান, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি অাবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার কর অাইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দুল হক।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-৪ চট্টগ্রাম এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মাসুদ রানা।
এডভোকেট তানজিনা ছিদ্দিকার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কর পরিদর্শক গোলাম কিবরিয়া, মোঃ জুনাইদ, আ.ন.ম হামিদ, মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, ১৫-১৮ নভেম্বর কক্সবাজার বিয়াম মার্টিপারপাস হলরুমে আয়কর মেলা চলবে। সেখানে করদাতাদের সেবায় বসানো হয়েছে বিভাগওয়ারী স্টল।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •