cbn  

সংবাদদাতাঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনে এনডিএম(জাতীয়তাবাদী গণতান্ত্রীক আন্দোলন)মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চকরিয়ার ফয়সাল চৌধুরী । তিনি এই আসনে মহাজোটের মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, গত চারদিনে চকরিয়া-পেকুয়া আসনে লড়াই করতে ২৪জন আওয়ামীলীগ নেতা ধানমন্ডীস্থ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনেছেন। ইতোমধ্যে অনেকেই জমাও দিয়েছেন। এসব নেতারা তাদের মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছে। এরই মধ্যে মহাজোটের শরিক দল এনডিএম থেকে নির্বাচনে লড়তে আগ্রহী তরুণ পরিচ্ছন্ন, স্বচ্ছ ভাবমূর্তি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, এলাকায় সুপরিচিত, সৎ, দক্ষ সংগঠক, নিষ্ঠাবান ও শিক্ষিত তরুণ ফয়সাল চৌধুরী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন । এদিকে মনোনয়ন প্রত্যাশী ২৪জন আওয়ামীলীগ নেতা মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছে। একইভাবে ফয়সাল চৌধুরী মহাজোট থেকে মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তিনিও ১১ নভেম্বর এনডিএমের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই নির্বাচনে আসনটিতে তরুণ নেতা ফয়সাল চৌধুরী একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক সৃষ্টি করেছেন। তিনি চকরিয়ায় জন্মগ্রহন করলেও একজন মানবাধিকার কর্মী হিসেবে সংসদীয় এলাকায় বরাবরেই সরব ছিলেন। তাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তরুণ এনডিএম নেতা ফয়সাল চৌধুরী। ফয়সাল চৌধুরী জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান বদরুল হক চৌধুরীর সুযোগ্য সন্তান। তিনি কক্সবাজার জেলার প্রথম অনলাইন কক্সটিভির ব্যবস্থাপনা পরিচালক, হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের কক্সবাজার শাখার মহাসচিব, কক্সবাজার হোটেল মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এছাড়াও তিনি চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা,আমজাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,আল মোস্তফা এতিম প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে মানবাধিকার কর্মী, সমাজ সেবক, রাজনীতিবিদ হলেও চকরিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করে এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রাখেন। ফয়সাল চৌধুরী এলাকার অসহায় মানুষের কল্যাণে প্রায় এক যুগ ধরে সমাজ সেবামূলক নানা কর্মকান্ড চালিয়ে আসছেন। এলাকাবাসীরা ফয়সাল চৌধুরীকে এনডিএম থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষনা পূর্বক মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে উন্নয়নের অংশিদার করার সুযোগ দেয়ার জোর দাবি জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •