আলমগীর মানিক, রাঙামাটি:
নিজেকে সচেতন করা গেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায় বলে মন্তব্য করে বক্তারা বলেন, এই রোগ সম্পর্কে সকলকে সচেতন করা গেলে এই রোগীর সংখ্যা কমে আসবে। আজ বুধবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী। আলোচনা সভায় ডায়াবেটিস সম্পর্কে সচেনতামুলক আলোচনা করেন ডাঃ মাসুদুর রহমান। এই উপলক্ষে রাঙ্গামাটিতে দুইদিন ব্যাপী ডায়াবেটিস হাসপাতালে বিনামুল্যে ডায়াবেটিস রোগের পরীক্ষা করা হচ্ছেং।