cbn  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজার-৩ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। ১৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহন করেন। কুতুবদিয়া উপজেলা পরিষদের পর পর দু’বার নির্বাচিত চেয়ারম্যান ও একই আসনের সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী মনোনয়ন পাওয়া ও নির্বাচনের ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় এটিএম নুরুল বশর চৌধুরীর সাথে বিএনপি কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি জালাল আহামদ সহ স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটিএম নুরুল বশর চৌধুরী একটানা ৫ বার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি পর পর দু’বার কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এটিএম নুরুল বশর চৌধুরীর ছোট ভাই ফিরোজ খান এবং তাঁর শ্বশুর মরহুম আলহাজ্ব নুরুল ইসলামও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এটিএম নুরুল বশর চৌধুরী জানান, যদি বাধ্যবাধকতা থাকে, তাহলে মনোনয়ন পেলে প্রয়োজনে কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করবেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •