cbn  

এম. এ আজিজ রাসেল:

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠেছে ওয়ালটন বীচ ফুটবল টূর্ণামেন্টের। মঙ্গলবার সকালে সৈকতের সীগাল পয়েন্টে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহিদুর রহমান। তিনি বলেন, ওয়ালটন সারাদেশে বিভিন্ন খেলায় সহযোগিতা করে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করছে। তাদের এই আয়োজন থেকে উঠে আসছে প্রতিভাবান অনেক খেলোয়াড়। এ জন্য ওয়ালটন পরিবার প্রশংসার দাবিদার।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেইম এন্ড স্পোর্টস) এফ.এম ইকবাল-বিন আনোয়ার (ডন), ট্যুরিস্ট পুলিশের এএসপি ফখরুল ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন জিতু। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু, রতন দাশ, খালেদ আজম বিপ্লব ও আলী রেজা তসলিম।

উদ্বোধনী খেলায় বাঁশকাটা খেলোয়াড় সমিতিকে ২-৩ গোলে হারায় ইয়ংমেন্স ক্লাব। মালমঘাট ক্রীড়া সংস্থাকে ৪-৬ গোলে হারায় রামু আবাহনী ক্রীড়া চক্র। বিকালে দিনের অপর খেলায় জয় পায় ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ ও মহেশখালী ফুটবল ক্লাব। বুধবার বিকাল ৩টায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •