প্রেস বিজ্ঞপ্তি
রামু লম্বরী পাড়ার তরুণ সমাজকর্মী, ইসলামী শিক্ষানুরাগী মরহুম আব্দুল্লাহ আল-হেলালের রুহের মাগফিরাত কামনায় দু’আ মাহফিল করেছে লম্বরী পাড়া দারুল কুরআন নুরানী একাডেমী। আজ ১৩ নভেম্বর, মঙ্গলবার, সকাল ৯ টায় নুরানী একাডেমী সংলগ্ন খালেদ বিন ওয়ালিদ র. জামে মসজিদে আয়োজিত দু’আ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, নুরানী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
মসজিদ কমিটির উপদেষ্টা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মরহুম হেলালের জন্য বিশেষ দু’আ কামনা করে বক্তৃতা করেন, তাঁর শোকাহত পিতা, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্টা আবু তাহের, মরহুমের ছোট ভাই আব্দুল্লাহ আল-মামুন, একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, শিক্ষক হাফেজ মামুনুর রশিদ, অভিভাবক সদস্য হাফেজ জয়নাল আবেদীন, মরহুমের জেঠাতো ভাই মুহাম্মদ সলিমুল্লাহ, খোরশেদ আলম প্রমুখ।
দু’আ মাহফিলে বক্তারা বলেন, আব্দুল্লাহ আল-হেলাল ছিলেন, একজন দ্বীনি শিক্ষানুরাগী আদর্শ যুবক। লম্বরী পাড়া দারুল কুরআন নুরানী একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি একজন একনিষ্ঠ শুভানুধ্যায়ী হিসেবে সহযোগিতা করেন। মানবতা, সামাজিকতা, ভদ্রতার সমন্বয়ে বহুমাত্রিক আদর্শিক গুণাবলী তাঁকে অবিস্মরণীয় করে রাখবে।
দু’আ মাহফিলে নুরানী একাডেমীর কোমলমতি, নিষ্পাপ ছাত্র-ছাত্রীদের নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।