কক্সবাজার সিটি কলেজ
কক্সবাজার।
নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদে স্নাতক (সম্মান), প্রফেশনাল এবং ডিপ্লোমা কোর্সের পাঠদানের জন্য বেতন ভাতা ১০০% কলেজের নিজস্ব তহবিল হতে পরিশোধের শর্তে নিম্ববর্ণিত বিষয় ও পদের সংখ্যায় প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত প্রভাষক পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্রমিক – বিষয় – পদের সংখ্যা
১. রসায়ন স্নাতক(সম্মান) -০৬জন
২. গণিত স্নাতক(সম্মান) -০৪জন
৩. পরিসংখ্যান স্নাতক (সম্মান) -০৭জন
৪. ইতিহাস স্নাতক (সম্মান) -০৭জন
৫. সমাজকর্ম স্নাতক (সম্মান) -০৭জন
৬. ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) স্নাতক (সম্মান) প্রফেশনাল – ০৭জন
৭. সাংবাদিকতা পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা -০৮জন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল পরীক্ষার উত্তীর্ণ সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি এবং ১,০০০.০০ (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সংযুক্ত করে নিম্ন ঠিকানায় আগামী ৩০/১১/২০১৮ ইং তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে।
অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল করা হবে। এছাড়া কোন ব্যাখ্যা প্রদান ব্যতিরেকে যে কোন দরখাস্ত বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিঃদ্রঃ – গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
দরখাস্ত প্রেরণের ঠিকানা।
অধ্যক্ষ
কক্সবাজার সিটি কলেজ।
কক্সবাজার