এম, রিদুয়ানুল হকঃ
গত ১১ নভেম্বর ইসলামপুর বটতলী থেকে রাত ৯ টার দিকে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির সার্বিক সহযোগীতায় চট্টগ্রাম মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসেন সেচ্ছাসেবী সংগঠন পথের ফুল ফাউন্ডেশন-ফেনী। তারা ১১ নভেম্বর মধ্য রাত ১ টা দিকে হাসপাতালে পৌছেঁন। সারাদিন চলছে বৃদ্ধা মায়ের পরিচর্যা, যেমনটা বলতে গেলে গোসল, নাস্তা, খাবার, ঔষধ সেবনে নিবিড়ভাবে নিজ মায়ের মত সেবা দিছেন মো: জাহিদুল ইসলাম জাহিদ-প্রতিনিধি পথের ফুল ফাউন্ডেশন-ফেনী। তিনি নিজ হাতে রাতের আহার খাওয়াতে গিয়ে জিগ্গেস করেন মা আপনার বাড়ি কোথায়? তখন বৃদ্ধা মা বলেন #চর_বৈশাখীর_থানার_হাট। জাহিদুল তখন ও চিনতেন না জায়গাটি কোথায়। তিনি তার পেইজ বুকে জায়গার খুজে পোষ্ট করলে। বিষয়টি দৃষ্টিগোচর হয় খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুরাদের, তখনি মুহুর্তের মধ্যে তিনি বের করেন বৃদ্ধা মহিলার ঠিকানা। বৃদ্ধা মায়ের কথা অনুযায়ী তার ঠিকানা হল। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট এলাকার। ঐ এলাকার বর্তমান চেয়ারম্যান হলেন, জনাব মনির আহমদ। খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির পক্ষথেকে চেয়ারম্যানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি চর বৈশাখী থানার হাট টি তার ইউনিয়নের একটি এলাকা বলে নিশ্চিৎ করেন। এছাড়া ও ১২ নভেম্বর রাত ৮:৩০ মিনিটের দিকে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির চট্টগ্রাম ব্রাঞ্চের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে দেখ যায়।

সেখানে যারা উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মুরাদ, শহিদুল ইসলাম(মডারেটর-CTG), রিহাবুল আলম-চেয়ারম্যান খুটাখালী মানব কল্যাণ ফাউন্ডেশন, সিফাত, ও অছিউর রহমান। এতে তারা পথের ফুল ফাউন্ডেশনের সাথে সর্বাত্বক সহযোগীতায় পাশে থাকবেন বলে তাদের প্রতিনিধি জাহেদুল কে প্রত্যাশা ব্যক্তকরেন। এছাড়া ও বৃদ্ধা মায়ের সর্বশেষ অবস্থা হচ্ছে তাকে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে এবং আগামী কাল কর্তব্যরত ডাক্তার মানসিক ওয়ার্ডে ট্রান্সফার করবেন।