সিবিএন:
কক্সবাজার শহরে রেজিস্ট্রিশন বিহীন ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) এর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) শহরের প্রবেশদ্বার লিংকরোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার নেতৃত্বে অভিযানে অবৈধ টমটমের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়।
মামলার বিপরীতে অবৈধ টমটমসমূহকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২ ধারা লঙনের অভিযোগ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে অবৈধ টমটম চালকদের সতর্ক করেন অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিআরটিএ কক্সবাজার এর ভেহিক্যাল ইন্সপেক্টর আরিফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসনের পেশকার, আনসার সদস্যরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অবৈধ টমটমসহ মোটরযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইন্সপেক্টর আরিফুল ইসলাম।