আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ গত ১০ নভেম্বর সম্পন্ন হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দুপুর ১টায় বিতরণের সফলতাসহ সার্বিক বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হকসহ কর্মরত সাংবাদিকরা।

জানাগেছে, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯৯টি ভোট কেন্দ্রের বিপরিতে এক লাখ ৪৮ হাজার ৮০৫ জন পুরুষ ও এক লাখ ৩৫ হাজার ৬০৬ জন নারী মিলিয়ে মোট ভোটার রয়েছে দুই লাখ ৮৪ হাজার ৪১১ জন। তন্মধ্যে নির্বাচন কমিশন থেকে চকরিয়া উপজেলা নির্বাচন অফিস স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন ২,৬৯,৬৮৬ জনের। এসব স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কালে ভোটারদের পূর্বের হারানো এনআইডি পরিচয়পত্রের জন্য প্রতিজনকে ৩৬৮ টাকা করে ব্যাংকে জমা দিতে হয়েছে। ওই জমা স্লিপ সংশ্লিষ্ট স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থাপন করতে হয়েছে। সর্বশেষ ১০ নভেম্বর কাজ সমাপ্তি পর্যন্ত নির্বাচন কমিশনে সরকারি রাজস্ব জমা পড়েছে ২৮,২৯৬০০ টাকা এবং সরকারি ভ্যাট জমা পড়েছে ৪,২৪৪০টাকাসহ সর্বমোট ৩২,৩২,০৪০টাকা। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, ২,৬৯,৬৮৬জন থেকে স্ব-স্ব বিতরণ কেন্দ্রে এসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন ২,২৯৫২৭জন। অবশিষ্টরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহীতারা আগামী জাতীয় নির্বাচন পরবর্তী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংগ্রহ করতে পারবেন।

সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৪০ ভোট কেন্দ্রের বিপরীতে ৫৫ হাজার ৬২০ জন পুরুষ ও ৫০ হাজার ৬৫০ নারীসহ ভোটার সংখ্যা এক লাখ ৬ হাজার ২৭০ জনসহ চকরিয়া-পেকুয়া আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩লাখ ৯০ হাজার ৬৮১জন।