বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার আদালতে দ্রুত বিচার আইনের একটি মামলা (জিআর-৬৩০/২০১৫) থেকে টেকনাফের হ্নীলার ৬ আসামী বেখসুর খালাস পেয়েছেন। তারা হলেন- দক্ষিণ হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার ইদ্রিস আহমদ (৪৭), সিরাজুল মোস্তফা (৩৫), মো. আবদুল্লাহ (২৫), আবদুল হামিদ (১৮), জাফর আলম (৪৫) ও জকির আহমদ (৪২)।
রবিবার (১১ নভেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর-৬৩০/২০১৫ মামলাটি শুনানী শেষে আসামীরা নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেখসুর খালাস প্রদান করেন বিচারক রাজিব কুমার দেব। রায় ঘোষণাকালে ৬ আসামীই আদালতে হাজির ছিলেন। টেকনাফ থানায় মামলাটি দায়ের করেছিলেন একই এলাকার মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তি।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী আব্দুল আমিন। সহযোগি হিসেবে ছিলেন এডভোকেট মনিরুল ইসলাম। বাদিপক্ষে ছিলেন এডভোকেট এমএ আলম।
আসামী পক্ষের আইনজীবী আব্দুল আমিন জানান, ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জিআর-৬৩০/২০১৫ দায়ের করেছিলেন ইলিয়াছ নামক এক ব্যক্তি। যেটি সম্পূর্ণ সাজানো, মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সন্দেহাতীতভাবে আদালতে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলার এজাহারভুক্ত ৬ আসামীকেই বেখসুর খালাস প্রদান করেন। পুলিশের প্রতিবেদনও ঘটনার সাথে আসামীদের কোন সম্পৃক্ততা ছিলনা বলে জানানো হয়। আদালতের রায়ে আসামীপক্ষ সন্তুষ্ট বলে জানান এডভোকেট আব্দুল আমিন।