হুমায়ূন রশিদ, টেকনাফ:

সম্প্রতি টেকনাফ সীমান্তে সাগর পথে মানব পাচার বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন তা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছেন।

জানা যায়, ৮ নভেম্বর বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান আইন-শৃংখলা বাহিনীর বিশেষ ফোর্স নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী, মহেশখালীয়া পাড়া, খাল কাটাঘাটসহ ৫টি পয়েন্টে গিয়ে স্থানীয় জেলে ও জনসাধারণের সাথে মতবিনিময় করে মানব পাচারের কুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। এই জাতীয় ঘটনা চোখে পড়লে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহবান জানানো হয়। মানব পাচার দমনে উপজেলা প্রশাসনের কার্য্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।