শাহিদ মোস্তফা শাহিদ, সদর :

কক্সবাজার সদরের ইসলামাবাদে বালি উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করে দিল জনপ্রতিনিধিরা।৮ নভেম্বর বিকাল ৫ টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড গজালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এসময় কয়েকটি বালি উত্তোলনের মেশিনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিকের নির্দেশে প্যানেল চেয়ারম্যান ১ নুরুচ্ছাফা ও প্যানেল চেয়ারম্যান ২ সাইফুল ইসলামের নেতৃত্বে অপরাপর মেম্বার, নারী সদস্য, চৌকিদার, দফাদার এবং পরিষদের কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে মেশিনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান ২ সাইফুল ইসলাম জানান,দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে আসছিল স্থানীয় একটি সিন্ডিকেট। বালি উত্তোলনের ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এমন কি বালি পরিবহনযাত করতে গিয়ে গজালিয়া সড়কটি বেহাল দশায় পরিনত হয়েছে। স্থানীয়দের অভিযোগে পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান নুর ছিদ্দিক বার বার বালি উত্তোলন বন্ধ করতে নিষেধ করলেও তা মানেনি। তিনি আরো জানান,এদিন চেয়ারম্যানের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে অব্যাহত ভাবে বালি উত্তোলন বন্ধ করতে বারন করেছি।এবং সরঞ্জাম জব্দ করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দিয়েছি।পুনরায় মেশিন দিয়ে বালি উত্তোলন করলে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করা হবে।এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বার আবদু শুক্কুর,সিরাজুল হক,ওমর আলী,হেলাল উদ্দীন,আবু বক্কর ছিদ্দিক বান্ডি,দিদারুল ইসলাম, মহিলা মেম্বার নাছিমা আক্তার,তথ্য সেবা কেন্দ্রের উদ্দ্যেক্তা নুরুচ্ছফা আল মাহমুদ,চেয়ারম্যান পুত্র ইমরুল কায়েস প্রমুখ।