শাহিদ মোস্তফা শাহিদ, সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে আবারো ৫ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার ৬ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদিতলা এলাকায়।গরু গুলোর মালিক স্থানীয় মৃত ইসলামের পুত্রদ্বয় নাছির উদ্দীন ও জামাল উদ্দীন।স্থানীয়রা জানায়,এসময় ১০/১২ জনের সশস্ত্র গরু চোর সিন্ডিকেট তাদের গোয়াল ঘরে হাহা দিয়ে আনুমানিক ৩ লক্ষ টাকার দামের বিভিন্ন সাইজের ৫ গরু চুরি করে নিয়ে যায়।ভুক্তভোগী গৃহস্থরা জানায়,প্রতিরাতের ন্যায় তারা ঘুমিয়ে পড়ে।এমন সুযোগে চোরের দল হানা দিয়ে গরু গুলো নিয়ে পালিয়ে যায়।ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের দরজা ভাঙা, গরু বিহীন গোয়াল ঘর।স্থানীয় ওয়ার্ড মেম্বার হাফেজ জিয়াবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সিবিএনকে বলেন এ বিষয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিষদে বৈঠক করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন বলেন খবর পেয়েছি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে রওনা দেব।
এদিকে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়া এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আর উৎকন্ঠা বেড়ে গেছে।