এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ চকরিয়ার প্রবীণ শিক্ষক সাকের স্যার আর নেই। ৪ নভেম্বর পুর্বের নিজস্ব সময়সূচী অনুযায়ী এশার নামাযের আযান দিয়ে গ্রামের পারিবারিক মসজিদে জামায়াতে নামায আদায় করে, পরে মসজিদেই হঠাৎ শারিরীকভাবে দুর্বল হয়ে এক প্রকার ষ্ট্রোক করে ফেলেন তিনি। সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। পরের দিন ৫ নভেস্বর দুপুর একটা নাগাদ চকরিয়া ইউনিক হাসপাতালে সিকিৎসাধীন অবস্থায় প্রিয় সাকের স্যার মারা যান। আজ ৬ নভেম্বর সকাল এগারোটায় স্যারের বাড়ীর কাছে মাইজঘোনা মসজিদ প্রাঙ্গনে নামাযে জানাযা অনুষ্টিত হয়। পরে তাঁদের নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।

বিশেষভাবে উল্লেখ্য, সারা জীবনই মানুষের মাঝে আলো ছড়িয়ে, প্রাচীন জনপদ চকরিয়াকে আলোকিত করেছিলেন তিনি। তাঁর অসংখ্য ছাত্র রেয়েছে, যারা বিভিন্ন দেশ বিদেশে মানুষের কাছে আলো ছড়াচ্ছে। পরিচিত গুণী শিক্ষক সাকের স্যার পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য আলোকিত মানুষকে রেখে গিয়ে, অব শেষে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরপারে চলেই গেলেন। তবে তিনি এ সময় রেখে গেছেন অনেক যোগ্য উত্তরসুরিও। সারের পুরু নাম আবু মোহাম্মদ সাকের। বয়স নব্বইয়ের কাতারেই। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন তিনি।

প্রিয় স্যার মরহুম আবু মোহাম্মদ সাকের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের বাসিন্দা প্রবীন আলেমেদ্বীন মৌলানা মনিরুজ্জামান প্রকাশ ছেওম সাহেব হুজুরের জৈষ্ঠ্য সন্তান ও ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রুহুল ইমরানের পিতা এবং চকরিয়া শাহারবিল আনওয়ারুল উলুম এম এ মাদ্রাসার অধ্যাপক জিল্লুর রহমানের শশুর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া পৌর পিতা আলমগীর চৌধুরী সহ বিভিন্ন পেশার মানুষ।