সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে ২ দিন ব্যাপী তিলাওয়াতুল কুরআন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর সভাপতিত্বে সভা শুরু হয়ে।
সূচনা প্রোগ্রামে তিলাওয়াত করেন তানজিমুল কুররা বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ক্বারী সাইফুল্লাহ কাসেমী।
প্রধান প্রশিক্ষক ছিলেন উস্তাজুল হুফফাজ মাদরাসাতুল কুরআন আল ইসলামিয়া ঢাকার প্রেন্সিপাল শায়খ ক্বারী হাফেজ ইলিয়াস লাহোরী।
দারুল আরক্বমের ছাত্রদের দীর্ঘক্ষণ মশক করিয়েছেন সম্মানিত প্রধান বিচারক। উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ আব্দুল কায়্যুম মুনশি, কলাম লিখক নুরুল হক নুর, মুহাম্মদ ইসমাঈল প্রমুখ।
তিলাওয়াত কোর্সের উদ্বোধনে অনেক গুরুত্বপূর্ণ তিলাওয়াতুল কুরআন প্রশিক্ষণ হয়েছে। ছাত্ররা প্রথম দিনে অনেক উপকৃত হয়েছেন। ২য় দিনে বাকি ক্লাশ হবে বলে জানান হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী।