cbn  

এম, রিদুয়ানুল হকঃ
৫ নভেম্বর দিবাগত রাত সোমবার আনুমানিক রাত ২.৩০ টার দিকে দোকানে আগুন লেগে একজনের মৃত্যু হয়।

ঐদিন দোকান বন্ধ করে রাতে ঘুমাচ্ছিল রায়হান। এদিকে কারো অজান্তে দোকানে আগুন লেগে পুরো দোকানসহ ঘুমন্ত রায়হানও পুড়ে যায়। ভয়াবহ অগ্নিকান্ডে পাশের কয়েকটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসি ও ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু রায়হানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়নি।

আগুন নেভানোর পর রায়হানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

জানাগেছে, চকরিয়া মাতামহুরী ব্রীজের পূর্ব পাশে দিঘীরপাড় চরপাড়ের মৌওলানা ইউনুচ আহমেদের তৃতীয় পুত্র শহীদুল ইসলাম রায়হান। সে চকরিয়া সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের সদস্য।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •