সংবাদ বিজ্ঞপ্তিঃ চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির সভা ৭ নভেম্বর সকাল ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সভায় দুইটি পাসপোর্ট সাইজের ছবি ও রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার টাকাসহ প্রাক্তন ছাত্রদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনেঃ
০১৮১৬০৫৭৮১২ (সমন্বয়ক)
০১৮১৯৩৮৮২৬৬ (সভাপতি, প্রাক্তন ছাত্র সংসদ)
০১৮৩২০৬০২৪৭ (সাধারণ সম্পাদক, প্রাক্তন ছাত্র সংসদ)
খুটাখালী তমিজিয়ার ৫০ বছর পূর্তির সভা ৭ নভেম্বর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
