মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ১৫জন সহকারী শিক্ষকের ডেপুটেশন বাতিল করে গ্রামের মূল বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আদেশে (স্মারক নং-২৯.২৩৫.০০৪.৩৩.০৯.০১৮(অংশ) ২০১৭-১০৩৬নং স্মারক মূলে) জেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত (স্মারক নং-৩৮.০১.২০০৩.০০০.১৯.০১০.১৭মূলে) এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এর মধ্যে দুই উপজেলার ১২টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রয়েছেন। তারা দীর্ঘদিন থেকে ডেপুটেশনে দুর্গম এলাকার স্কুল থেকে সুবিধাজনক স্থান উপজেলা সদরের স্কুলে শিক্ষকতা করছিলেন। প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলীর নীতিমালা না মেনে দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার অন্তত ২০-২২ জন শিক্ষক ডেপুটেশনে রয়েছেন। এতে করে তাদের নিজ কর্মস্থল স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। ডেপুটেশনে থাকা বাকি ৬-৭ জন শিক্ষককেও নিজ নিজ কর্মস্থলে ফেরত পাঠানোর দাবী জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ডেপুটেশনে থাকা মাইচিং চাক নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেরত গেছেন। একইভাবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আশেয়া ছিদ্দিকা চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জেসমিন আক্তার ও আফিফা আক্তার ভাল্লুকখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নূর মোহাম্মদ শফিকুর রহমান দক্ষিণ চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রিক্তা আরা বেগমকে লামা পৌরসভার এলাকার চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে শামসুন নাহারকে চাক হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোহাম্মদ ইয়াছিন আরাফতকে মারোগ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তাংরা বিছামারায় কর্মরত সুখী মার্মাকে রেজু বৈদ্যছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উত্তর চাকঢালায় কর্মরত উম্মে সালমাকে লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দিলরুবা সোলতানাকে গয়ালমারা চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আদর্শগ্রামে কর্মরত ফাতেমা বেগমকে পশ্চিম ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তাংরা বিছামারা থেকে মো. শাহ নেওয়াজকে ফুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আদর্শগ্রাম থেকে রেহেনা আক্তার রিনাকে বাহিরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং চাক হেডম্যানপাড়া থেকে মো. জয়নাল আবেদীনকে গয়ালমারা চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়েছে।

সংযুক্তির আদেশ বাতিলের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার ১৫ জন সহকারী শিক্ষকের ডেপুটেশন বাতিল করে নিজ নিজ কর্মস্থলে ফেরত পাঠানো হয়। ৩১ অক্টোবরের মধ্যে তাদের নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার কথা। অন্যথায় ১ অক্টোবর থেকে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত বলে গন্য হবেন। এছাড়াও অন্যান্য শিক্ষকদের বিষয়ে তথ্য নিয়ে চেয়ারম্যানের পরামর্শক্রমে ডেপুটেশন বাতিল করা হবে বলেও জানান তিনি।