এম.মনছুর আলম, চকরিয়া :

জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  চকরিয়া উপজেলাপ্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও চকরিয়া যুব পরিষদ’র সার্বিক সহযোগীতায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার(১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে  উপজেলাপরিষদ হলরুম মোহনা মিলনায়তনে উপজেলা  নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও চকরিয়া যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মঈনুল ইসলামসঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্টানে শুরুতে স্বাগত বক্তব্য চকরিয়া যুব পরিষদ সভাপতি মাস্টার তানজিনুল ইসলাম যুব সংগঠনের বাস্তবায়িত কর্মকান্ড ও ২০১৯ সালের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেনএবং যুবদের উদ্দেশ্যে তিনি বলেন, ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবংসমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহাগুনের দ্বারা যুবদের চালিত হতে হবে। যুব সমাজের প্রতি তিনি এ বার্তা দেন।

উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, চকরিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট অফিসার মমতাজুল হক, চকরিয়া যুব পরিষদের সাধারণ সম্পাদক মো: আতাউল গণি পারভেজ, স্থায়ীকমিটি সদস্য মিফতাহ উদ্দিন আহমেদ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মাবূদ জয়, লক্ষ্যারচর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, খুটাখালী ইউনিয়ন সাধারনসম্পাদক মুজিবুর রহমান, নির্বাহী সদস্য মুবিনুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন,  চকরিয়া যুব পরিষদের বেকারত্ব দূরীকরনে যেই উদ্যোগ তা সত্যিই প্রশংসার দাবীদার।যুবদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দ্রুত ফ্রি ল্যান্সিং ও কম্পিউটার ট্রেনিং কোর্স আয়োজন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে নির্দেশ দেন।সরকার দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে বেকারত্বের হাত থেকে বাঁচাতে  যুব উন্নয়নের মাধ্যমে নানামুখী বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। সরকারের ধারাবাহিক উন্নয়নেআজ দেশ উন্নত সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে। বেকারমুক্ত ও আত্মনির্ভরশীল জনশক্তি গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, বর্তমান দেশ তারুন্য নির্ভর।যুবকরা নিজ নিজ অবস্থান থেকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বেকার যুবকরা স্বাবলম্বী হতে ঋনদান কর্মসূচি গ্রহণ করেছে। অনুষ্টানশেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বেকার যুবকদের যুব ঋনের চেক বিতরণ করা হয়।