ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় উপজেলার ধূরুং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্যাপক কর্মসূচির আয়োজন করে কোস্ট ট্রাস্ট সমৃদ্ধি। এ উপলক্ষে ১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে একটি এ র‌্যালী উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে ধূরুং বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় মিলিত হয়।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনছুর রব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে মাষ্টার সিরাজুল ইসলাম, মাষ্টার কবির আহম্মদ, ইউপি সদস্য জাকের হোছাইন এবং উত্তরণ বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক আইয়ুব খান উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচি প্রকল্প সমন্বয়কারি মো: ফজলুল হক। দিবসটির উপর ধারনা পত্র পাঠ করেন সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সুপারভাইজার রিফাত সোলতানা। যুবকদের মধ্যে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড যুব প্রতিনিধি কলেজ শিক্ষার্থী শাহাদাত, মো: আরফাত, রোকসানা বেগম।

সভায় বক্তারা বলেন, যুগ যুগ ধরে ঐক্যের পথে জনমত গড়ে তুলেছে যুব সমাজরা। একটি দেশের ভবিষ্যৎ হল সেই দেশের যুব সমাজ। যুব সমাজ চাইলে দেশের পরিবর্তন ঘটাতে পারে। যা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটেছে। একতাই শক্তি এ কথা দেশ ও জাতীয় জীবনে সর্বাংশে সত্য বলে বিবেচিত। জাতীয় জীবনে মঙ্গল বয়ে আনতে পারে যুব সমাজ। অপসংস্কৃতির কালো থাবা থেকে দেশকে উদ্ধার করতে হলে যুব সমাজকে সমাজের অপসংস্কৃতির প্রভাব দূর করতে হবে। দুর্নীতি, অবৈধ অর্থে আমদানি, মাদক, বাল্যবিবাহ, ছিনতাই এসব প্রতিরোধের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। দেশের শিক্ষিত শ্রেণিকে সচেতন ও স্বোচ্ছার করতে পারে। তাই পারিবারিক ভেদাভেদ ভূলে আমরা আজকে এই জাতীয় যুব দিবসকে এগিয়ে নেওয়ার জন্য “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানে সত্যিকারের বাংলাদেশে রুপান্তরিত করতে চাই।

সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা প্রান্ত সিকদার রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পারিবারিক উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মো: ফরিদ উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা মো: সেলিম রেজা, মো: শাহিনুর রহমান, শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক সহ উত্তর ধূরুং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।