ফরিদুল অালম দেওয়ান, মহেশখালী:
মহেশখালী উন্নয়ন পরিষদের সভায় সরকারের প্রতি দাবী জানিয়ে বক্তারা বলেন, মহেশখালী দ্বীপে বাস্তবায়নাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি গ্যাস টার্মিনাল ও অর্থনৈতিক অঞ্চলসহ যাবতীয় মেগা প্রকল্প বাস্তবায়নে যে সব ভূমি অধিগ্রহনের আওতায় পড়েছে সে সব অধিগ্রহনকৃত ভূমির মালিকদের ক্ষতি পূরণ পেতে যাতে ভোগান্তির শিকার না হয় তার ব্যবস্থা করুন। ১ নভেম্বর মহেশখালী প্রেসক্লাবে আয়োজিত মহেশখালী উন্নয়ন পরিষদের সভায় বক্তারা এ কথা বলেন। এ উন্নয়ন পরিষদের আহ্বায়ক জেএইচ এম ইউনুচ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, ছালামত উল্লাহ, মহেশখালীর আলো পত্রিকার সম্পাদক ও উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক,যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সাংবাদিক এম, রমজান আলী,সদস্য যথাক্রমে সুব্রত দত্ত, সাংবাদিক আবুল বশর পারভেজ, মৌলানা বশির আহমদ আজাদ, জাকের হোসাইন, সাংবাদিক হারুনর রশিদ, পৌর কাউন্সিলর সনজিত চক্রবর্তী, সাংবাদিক গাজী মোহাম্মদ আবু তাহের, মৌলানা মোস্তাফিজুল হক, মোহাম্মদ আলী, সাংবাদিক বশির উল্লাহ ও সাংবাদিক মোহাম্মদ তারেক প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, মহেশখালীবাসীকে বাঁচিয়ে রাখতে হলে পাহাড়ী বনাঞ্চল ও উপকূলীয় ম্যানগ্রোভ ফরেস্টকে নিধনকারীদের হাত থেকে রক্ষা করতে হবে। এছাড়াও মহেশখালীর পর্যটন খ্যাত সোনাদিয়া দ্বীপে যাতায়াতের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে দুটি ব্রিজ নির্মান করলেও দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও ব্রিজ দুটির সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় কোটি কোটি টাকার ব্রিজ দুটি জনসাধারনের কাজে আসছেনা। এ দুটি ব্রিজের সংযোগ সড়কের কাজ পূনরায় শুরু করে দ্রুত সম্পন্ন করে সোনাদিয়া দ্বীপে পর্যটক ও সাধারণ জনগনকে যানবাহন যোগে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।