সংবাদদাতা:
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারকে সবসময় সুন্দর রাখার অঙ্গীকার করেছেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। মঙ্গলবার দুপুরে পৌর ভবন মিলনায়তনে বিশেষ সভায় উপস্থিত পরিচ্ছন্ন কর্মীরা মেয়র মুজিবুর রহমানের কাছে এ অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
এসময় পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “কক্সবাজার হলো বিশ্বমানের পর্যটন নগরী। এখানে সবসময় দেশী-বিদেশী পর্যটকরা ভ্রমনে আসেন। পাশাপাশি এখানকার স্থানীয় ২৩ লক্ষাধিক মানুষের নিয়মিত যাতায়তের প্রধান শহরও যেহেতু কক্সবাজার সেহেতু এ শহরকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও ময়লা আবর্জনা পড়ে থাকা চলবেনা, কারন ময়লা থেকে দুর্গন্ধ ছড়ালে পরিবেশ মারাত্বক দুষিত হয়।” তাই সকলকে দায়িত্ব-কর্তব্যবোধ নিয়ে যে যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন মেয়র মুজিব।
সভায় কাউন্সিলর রাজ বিহারী দাশ, আক্তার কামাল আজাদ, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, মিজানুর রহমান, ওমর ছিদ্দিক লালু, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার ও জাহেদা আক্তার। এসময় পৌরসভার সচিব রাছেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, মেয়র পিএ রূপনাথ চৌধুরী নাচ্চু ও প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: কক্সবাজার পৌরসভায় বর্তমানে ১৫৭ জন লেবার ও সুইপার রয়েছে ১৩৭ জন। যারা প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ করেন।
এছাড়া ওয়ার্ড কেন্দ্রিক ১৪ জন সুপার ভাইজার লেবার-সুইপারদের দৈনন্দিন কর্মকান্ড পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন কনজার্ভেন্সী পরিদর্শক কবির হোসেন।