অানম রফিকুর রশীদ


কৃতজ্ঞতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর

শুভ্র বসনে শ্মশ্রুবদনে
তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।।

মবিলের ধারা ঝরে ঝরো-ঝরো,
মানবের চোখ জলে ভরো-ভরো,
কালিমাখা মুখে অবাক হয়ে বসে অাছে দেখ্‌ চাহি রে।।

ঐ শোনো শোনো থামো থামো ব’লে কে ডাকিছে বুঝি গাড়িরে।
রাস্তা-পারাপার বন্ধ হয়েছে আজি রে।

ঐ ডাকে শোনো ধরো ধরো ধরো!
গাড়িটারে আনো নাগালে
এখনি কালিমাখা হবে একটু থামালে।

দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি,
স্কুলে গেছে যারা তারা ফিরিছে কি
গাড়িরচালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।।

ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে।
রাস্তায় হরতাল, বাঁচাবার কেউ আর নাহি রে।