মো, মনজুর আলম, চকরিয়া:
চকরিয়ায় সরকারি কলেজে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষক শিক্ষিকাদের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে । গত ২৮ অক্টোবর বিকেলে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ একেএম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার প্রকল্প ব্যবস্হাপক মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। শেড ইপসা (সিভিক) কনসোটিয়াম এ সভার আয়োজন করেন ।
সভায় মূল আলোচনা করেন, ইপসা সিভিক কনসোটিয়াম’র ট্রেনিং প্রোগ্রাম কোঅর্ডিনেটর রজত বড়ুয়া, এতে বক্তব্য রাখেন অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক শামসুল হুদা, জেসমিন আক্তার, নুসরাত জাহান।
বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে অগ্রণী ভূমিকা পালনের আশ্বাস দিয়ে বেশ কিছু পরামর্শমূলক প্রস্তাবনা উপস্থাপনা করেন। সভায় প্রকল্প প্রতনিধিদের আলোচনা ও শিক্ষকবৃন্দের আলোচনার উপর ভিত্তি করে কলেজের অধ্যক্ষ একেএম গিয়াসউদ্দিন তার সমাপনি বক্তব্যে বলেন, উগ্রবাদ ও সহিংসতার উদ্ভব’র’ ইতিহাস পাকিস্তানের সোয়াত অঞ্চলের মোল্লা ফয়জুল্লাহর ধর্মান্ধতার উদাহরণ বিশদভাবে বর্ণনা করেন এবং ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে সকল ধর্মের অনুসারীদের আহবান জানান।
সার্বিক সহযোগিতায় ছিলেন এফ এফ ইয়াছমিন আক্তার, এখলাছুর রহমান প্রমূখ।