চট্টগ্রাম ব্যুরো:

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় চার চাকার টেম্পু সদৃশ গাড়ির ধাক্কায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিন স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় একজন ছাত্রী নিহত হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়ালেও তা অসত্য বলে জানিয়েছেন চমেক হাসপাতাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন। তিনি আরো জানান, বর্তমানে আহতরা চমেক হাসপাতালের ২৬ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার সাড়ে ৮টায় বড়উঠান রাস্তার মাথা সম্মুখে এ ঘটনা ঘটে। ড্রাইভার পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ টেম্পুটি উদ্ধার করেছেন।

আহত স্কুল ছাত্রীদের খোঁজ খবর নিতে দ্রুত চমেক হাসপাতাল পরিদর্শনে গেলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

আহতরা হলেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সানজিদা (১১), ইয়ারুন্নেছা (১২) ও নবম শ্রেণীর ছাত্রী তাসলিমা (১৪) । জানা যায় আহতরা সকলে কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, চট্টগ্রামে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। সকাল বেলা ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় বড়উঠানের রাস্তার মাথার প্রধান সড়ক পার হতে গেলে, বিপরীত দিক হতে আসা দ্রুত গতির চার চাকার টেম্পু সদৃশ গাড়িটি ছাত্রীদের জোরে ধাক্কা দেয়। ফলে মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলা উদ্দিন জানায়, ‘ কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে তবে অবস্থা গুরুতর।’

কর্ণফুলী এলাকার সাইফুদ্দীন জানান, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে সে জায়গায় প্রায় সময় এমন ঘটনা ঘটছে। রাস্তা পারাপারে কোন সাদা দাগ কাটা সড়ক নির্দেশনা ও স্পীড ব্রেকার না থাকায় ছাত্রীরা ঐ জায়গায় বিব্রত অবস্থার সম্মুখীন হয় বলে জানান তিনি।’