প্রেস বিজ্ঞপ্তি :

‘করো যুক্তি দিয়ে বিশ্বজয়’-স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে  সোমবার ( ২৯ অক্টোবর) কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আলোর বিতর্ক উৎসব ২০১৮। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভেন্যুতেঅনুষ্ঠিতব্য দিনব্যাপী এ উৎসবে অংশ নিচ্ছে জেলার ১৬টি স্কুল। সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
বিতর্ক উৎসবে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা কর্মশালা এবং কুইজেও অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা উৎসব আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল বলেন- প্রতিটি দলে তিন জন বিতার্কিক, একজন অতিরিক্ত বিতার্কিক এবং একজন শিক্ষক মডারেটর থাকবে। বিতর্ক হবে সনাতনী পদ্ধতিতে। বিষয়বস্তু আগেইজানিয়ে দেয়া হয়েছে। অংশগ্রহণকারীদের সার্টিফিকেট, বিজয়ীদল ও কুইজ বিজয়ীদের পুরষ্কৃত করা হবে। আঞ্চলিক পর্যায়ের ‍বিজয়ীরা জাতীয় উৎসবে অংশ নিবে।

অংশগ্রহনকারী ১৬ স্কুল হলো : কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, রামু বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার পৌরপ্রিপ্যারেটরী উচ্চবিদ্যালয়, রামু খিজারী সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, মহেশখালীর গোরকঘাটা উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়, ছনখোলা মডেল হাইস্কুল, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল, কক্সবাজার মডেল হাইস্কুল ও খুরুশকুল উচ্চবিদ্যালয়।

# বিতর্কের বিষয় :

১. প্রথম রাউন্ড : জাতীয় উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা দুর্ণীতি। ২.কোয়ার্টার ফাইনাল : শিক্ষাঙ্গনের প্রচলিত পরীক্ষা পদ্বতি শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর করে তুলছে। ৩. সেমি ফাইনাল : তথ্য প্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার উন্নয়ই আমাদের বেশি প্রয়োজন এবং ৪. ফাইনাল : কোচিং প্রথা শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে।

প্রথম আলোর আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন- প্রতিষ্ঠার শুরু থেকেই প্রথম আলো গণিত উৎসব, ভাষা প্রতিযোগ, ফিজিক্স অলিম্পিায়াড, বর্ণমেলা, প্রোগ্রামিং কনটেস্ট, ইন্টারনেটউৎসবসহ নানা আয়োজন করে আসছে। এ বছর দেশের ৪০ টি অঞ্চলে বিতর্ক উৎসব হচ্ছে। এরমধ্যে কক্সবাজার ভেন্যুতে অংশগ্রহনের জন্য ১৬টি স্কুল নিবন্ধন হয়েছে।