জুবাইর উদ্দিন, চবি

কোন ধরনের অনিয়ম কিংবা জালিয়াতির ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক সম্মান ১ম বর্ষের ১ম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ ছিল।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সেকান্দর চৌধুরী জানান, ২০১৮-১৯ সেশনের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ম দিনে ‘বি’ ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩১ হাজার ৭৯০জন ভর্তিচ্ছু আবেদন । তার মধ্যে ১ম দিনের ২ শিফটে ২৭৫২৭জন অর্থাৎ ৮৭ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহন করে।

চট্টগ্রাম বিভাগ আগামী কালের পরিবহন ধর্মঘটের আওতামুক্ত।অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী কালের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর ছিলো শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। ফলে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তা করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া কোন ধরনের অনিয়ম ঠেকাতে তৎপর থাকবে বিশেষ টিম।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসেন , ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আওরঙ্গজেবসহ প্রমুখ।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চাঁদাবাজি করাই ৬ জন বাস ড্রাইভার ও হেলপারকে আটক করার খবর পাওয়া গেছে। তবে তারা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত নয় বলে জানান সহকারী প্রক্টর নিয়াজ মুর্শেদ রিপন।