মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মামলা থেকে বেকসুর খালাস প্রাপ্ত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের নিয়মিত প্রেস ব্রিফিং এর সময় বিএনপি’র মুখপাত্র রুহুল কবির রিজভী এ অনুরোধ জানান। সাংবাদিকদের রিজভী বলেন, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহামদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে ভারতের সরকারের বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতা সম্পর্কে আমাদের শ্রদ্ধা আরো বৃদ্ধি পেলো। তিনি এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। রিজভী বলেন, সালাহউদ্দিন আহামদের মামলার রায়ের মাধ্যমে গুম খুন সংক্রান্ত বর্তমান অনির্বাচিত সরকারের সকল বক্তব্য সম্পূর্ণ মিথ্যা প্রমানিত হয়েছে। এ রায়ে বেগম খালেদা জিয়া মুক্তি ও সরকার পতনের চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ হলো, এতে নেতা কর্মীরা আরো উজ্জ্বীবিত হয়েছে। সাংবাদিকদের ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মন্ঞ্জু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ, সহ দপ্তর সম্পাদক আবদুল মতিন প্রমুখ।