প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী ছাত্রসমাজ বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেছেন, ইসলামী ছাত্রসমাজ গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। এটি আদর্শ মানুষ গড়ার স্বতন্ত্র পাঠশালা। এ সংগঠন চায় তরুণদের ইসলামের প্রকৃত প্রতিভু হিসেবে পেশ করতে; যারা সৎ কর্মশীলতা, ইসলামী জ্ঞান-প্রজ্ঞা ও তাকওয়ার দিক দিয়ে হবে সবচাইতে অগ্রসর। বাতিলের মোকাবিলায় হবে অধিকতর যোগ্য।

জেলা কর্মপরিষদ নবায়ন ও বিদায়ী জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সংবর্ধনা উপলক্ষে ২৫ অক্টোবর ( বৃহস্পতিবার), বিকেলে অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল খালেক নিজামী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, প্রাক্তন সংগঠন সচিব মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাবেক সংগঠন সচিব ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাবেক নেতা মাওলানা হুমায়ুন কবির, হাফেজ হেলাল উদ্দিন।

জেলা যুগ্ম সম্পাদক হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ। দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, উখিয়া উপজেলা সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক হাফেজ আলিম উদ্দীন, চকরিয়া উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ রিয়াদ উদ্দীন, কক্সবাজার শহর আহবায়ক সাইফুর রহমান মাহেদী, ছাত্রনেতা মাহমুদুল হক খোন্দকার, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।