বিশেষ প্রতিবেদক
কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইফুল ইসলামকে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখার একটি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সাইফুল ইসলাম চট্টগ্রাম খুলসি লেক গার্ডেন ফয়েজলেক এলাকার ৮৪ নং ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
সুত্র জানায়, ডা. সাইফুল ইসলাম ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখা থেকে কনজ্যুমার স্কীম থেকে ৩ লাখ টাকা নিয়ে সঠিক সময়ে পরিশোধ করেননি। অনেকবার তাগাদা দিয়েও ব্যাংক কর্তৃপক্ষের কথায় সাড়া দেননি।
পরে কক্সবাজার যুগ্ম-জেলা জজ-১ম আদালতে তার বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে বিধি অনুযায়ী মামলা করা হয়। মামলা নং- সিআর-১২৬৩/১৩ (সদর), এসটি ১৭৪১/১৫।
ওই মামলা শুনানী শেষে সাইফুলের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানাসহ ৪ লাখ টাকা এবং ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক।
এদিকে, ডা. সাইফুল ইসলাম কক্সবাজার জেলা সদর হাসপাতালে আরএমও এর দায়িত্বে থাকাকালে ভুঁয়া মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যসহ নানা অভিযোগে অভিযুক্ত ছিলেন। গণমাধ্যমে এসব কর্ম নিয়ে বেশ প্রতিবেদনও প্রকাশ হয়। তার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষও বিব্রতকর অবস্থায় ছিল।