ঈদগাঁও সংবাদদাতা
নতুন বাড়ী তৈরি করার পর আনুষ্ঠানিকভাবে ঘরে প্রবেশ উপলক্ষ্যে আয়োজিত খাবারে দাওয়াত না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে।
এতে বাড়ির মালিক আব্দুশ শুক্কুর ও ছেলে সাইফুল ইসলাম জনি আহত হয়েছে।
জনি কক্সবাজার সরকারি কলেজের গণিত (অর্নাস) দ্বিতীয় বর্ষের ছাত্র।
তারা হাসপাতালে চিকিৎসাধীন।
২৩ অক্টোবর বিকালে কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলীতে ঘটনাটি ঘটে।
ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, নতুন ঘরে প্রবেশ উপলক্ষ্যে ‘শখ’ করে খাবারের আয়োজন করে আব্দুশ শুক্কুর। অনেকে দাওয়াত পায়। কিন্তু মিজান, আবছার, কালাম, রুবেলসহ আরো কয়েকজন দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। তাতে বাড়ির মালিক আব্দুশ শুক্কুর ও ছেলে সাইফুল ইসলাম জনি আহত হয়েছে।
অভিযুক্তরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে। তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে ভুক্তভোগিরা।