প্রেস বিজ্ঞপ্তি

উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী বলেছেন, প্রতিষ্ঠাকাল থেকে তাকওয়া ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ জনগোষ্ঠী তৈরীর অভিপ্রায়ে কাজ করছে। হক্কানী ওলামা-মশায়েখের হাতে গড়া এ সংগঠনের নেতা-কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে আত্মনিবেদন করতে হবে।তিনি সংগঠনের কক্সবাজার জেলা দায়িত্বশীলদের বিশেষ প্রশিক্ষণ কোর্সে হেদায়তী বক্তব্যে এ কথা বলেন।
দায়িত্বশীলদের মানোন্নয়নের লক্ষ্যে ২৫ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে উদ্বোধক ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক ছিলেন, সংগঠনের সাবেক সংগঠন সচিব মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাবেক জেলা সাধারণ সম্পাদক, সাংবাদিক বেলাল উদ্দিন তৌহিদ।
প্রশিক্ষকগণ বলেন, ইসলামী আকিদা, সভ্যতা, কৃষ্টি উত্তরাধিকার ঐতিহ্যের ধারা পরম্পরায় কর্মীদের চরিত্র গঠন করতে হবে বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে। ইসলামী নেজাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোন বাধা-বিপত্তি ও চক্রান্ত মোকাবিলার মতো যোগ্য সৈনিক রূপে এ সংগঠনের নেতা-কর্মীদের গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই।

কোর্সে সংগঠনের পরিচিতি, পাঁচদফা কর্মসূচি, কর্মনীতি ও দায়িত্ববিশ্লেষণ, সাংগঠনিক সংবাদ লিখন ও পরিবেশন, বক্তৃতা ও উপস্থাপনার নিয়মাবলী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
শুরুতে কুরআন মজিদ থেকে অর্থসহ তিলাওয়াত করেন, যুগ্ম সম্পাদক হাফেজ শওকত আলী।
প্রশিক্ষণে অংশ নেন, জেলা ইসলামী ছাত্রসমাজের সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক হাফেজ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ আলিম উদ্দীন, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, দফতর সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান, সদস্য মুহাম্মদ মুহিউদ্দীন, হাফেজ মুহাম্মদ মামুন, মাহমুদুল হক খোন্দকার,রিয়াদ উদ্দীন প্রমুখ।