মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলার শিল্পনগরী আজিজনগর ইউনিয়নের হাকিম এগ্রো কোম্পানীর বাগানে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। ‘বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে’র আওতায় আজিজনগর হর্টিকালচার সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
এতে বসতবাড়িতে খাট জাতের নারিকেলসহ বিভিন্ন ফল চাষাবাদের কলাকৌশল ও পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো:মিজানুর রহমান প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন।
আজিজনগর হার্টিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারি সালা উদ্দিনের সঞ্চালনায় বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বড় হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, হাকিম এগ্রো কোম্পানীর মালিক মো: শাহজাহান হাকীম, ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন মহরম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ১টি করে উন্নত খাটো জাতের নারিকেল প্রদান করা হয়।