এম আবুহেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে গভীর রাতে গ্যাস সিলিন্ডারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরদল নগদ ৪৫ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়। এই নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম আতংক দেখা দিয়েছে।

২৪ অক্টোবর দিবাগত গভীর রাতে ঈদগাঁও বাজারের পূরবী হোটেলের সামনে গ্যাস বিতানে তালা ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।

দোকান পরিচালনাকারী ঈদগাঁও মাইজ পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও শাহ আলম জানান, চোরের দল দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা,গ্যাস ভর্তি সিলিন্ডার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। সকালে তাদের ব্যবসায়ীক প্রতিষ্টান খুলতে আসলে তারা তালাটি ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। ভেতরে প্রবেশ করে টেবিলের লকার ও ভাঙ্গা দেখতে পান। এতে রক্ষিত টাকাসহ গ্যাসের সিলিন্ডার ও ডকুমেন্ট চুরি হয়।

খবর পেয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল হক, রফিকুল ইসলাম, আবদু সালামসহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকান চুরির আলামত প্রত্যক্ষ করেন।

দোকান মালিক ক্ষোভের সাথে জানান, তারা প্রতি মাসে নৈশ প্রহরীর বেতন বাবদ শতাধিক টাকা বাজার কমিটিকে চাঁদা দেন । এরপরেও চুরির বিষয়টি তাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ব্যাপারে বাজার সভাপতির সাথে কথা হলে তিনি চুরির বিষয়ে এখনো কিছু সিদ্বান্ত হয়নি বলে জানান।