cbn  

২৪ অক্টোবর ২০১৮ দৈনিক আপন কণ্ঠ, আমাদের কক্সবাজার, অন লাইন পোর্টাল সী-ভয়েসসহ কয়েকটি গণ মাধ্যমে প্রকাশিত ‘লেগুনা বীচে ইয়াবা বিরোধী অভিযান, আটক-১’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটির আমরা একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদের শেষাংশে কথিত বিশ্বস্ত সূত্রের বরাতে অহেতুক কক্সবাজার জেলার সাবেক কৃতি ফুটবলার, ডিএসএ সদস্য বিপ্লব, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ হানিফ, সদস্য খালেদ, ইব্রাহীম বাবু, ফাহিম, মনির, ফরহাদের নাম প্রকাশ করেছে। যা ষড়যন্ত্রমূলক, মানহানিকর।

আমাদের জানা মতে এসব কৃতি ফুটবলার কখনো মাদকের সাথে জড়িত নয়। তাছাড়া কোন ইয়াবা গডফাদারের সাথেও তাদের সম্পর্ক নেই। জেলা ফুটবল খেলোয়াড সমিতির অবস্থান সব সময় যে কোন মাদক এর বিরুদ্ধে। আমরা মাদকমুক্ত ক্রীড়াঙ্গন চাই। আমরা এই ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল- সভাপতি

মাসুদ আলম, সভাপতি, জেলা ফুটবল খেলোয়াড় সমিতি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •