মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
প্রচলিত আইন মেনে আত্মসচেতনতার মাধ্যমে সচেতন হয়ে পাহাড়ের সড়ককে নিরাপদ রাখার প্রত্যয়ে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

সোমবার (২২ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলা স্কাউটস দলের উদ্যোগ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হইতে বিশাল উদ্বুদ্বকরণ র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে নাইক্ষ্যংছড়ি বাজর চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মুহাম্মদ ছৈয়দুল বাশারের সঞ্চালনায় র‌্যালী উত্তর পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটস এর সহ-সভাপতি মুহাম্মদ নুরুল বাশার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ওসমন গনি,থানা পুলিশের এ এস আই ফিরোজ আহাম্মদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু প্রমুখ।

পথসভার শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কাউটস সদস্যরা উপজেলার বিভিন্ন সড়কে যানবাহনে তল্লাশি চালায়। এসময় গাড়ীর লাইন্সেস, অদক্ষ চালক ও ট্রাফিক আইন মেনে চলার জন্য তাদের সতর্ক করেদেন। র‌্যালীতে পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রোভার স্কাউসট এর সদস্যরা অংশগ্রহণ করেন।