প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আদর্শ মানুষ গড়ার এক ঐতিহ্যবাহী পাঠশালা। বিশ্বসমাদৃত হক্কানী ওলামা-মশায়েখের হাতে গড়া প্রাচীনতম এ ছাত্র সংগঠন প্রতিষ্ঠাকাল থেকেই ঈমানদীপ্ত দর্শন, আদর্শিক চেতনা ও গঠনমূলক কর্মসূচী নিয়ে অভিযাত্রা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের দায়িত্বশীল কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে সম্প্রতি রামু উপজেলা শাখা কর্তৃক সামষ্টিক পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, সংগঠনের, পরিচিতি, পাঁচ দফা কর্মসূচী ও কর্মনীতির ওপর সামষ্টিক পাঠে গভীর অভিনিবেশ, ইসলামী নেজাম প্রতিষ্ঠার ব্রত নিয়ে আত্মত্যাগী ও যথাযোগ্য সিপাহসালার হিসেবে নিজেদের গড়ে তোলার দৃপ্তশপথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ততায় আমরা আশান্বিত। এ রকম গঠনমূলক কর্মসূচীর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এ আয়োজনে অংশনেন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, কক্সবাজার শহর আহবায়ক সাইফুর রহমান মাহদী, উপজেলা অর্থ সম্পাদক মুহাম্মদ আরজু, দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সদস্য মুহাম্মদ সাঈদ হোসাইন, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ নোমান, মুহাম্মদ ইয়াছিন, সিরাজুল ইসলাম প্রমুখ।