সিবিএন ডেস্ক
সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে মানহানির মামলা করেছেন এক নারী সাংবাদিক। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আহম্মদ লীজা মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বাদী আয়েশা আহম্মদ লীজা বলেন,‘ব্যারিস্টার মইনুল টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে আখ্যায়িত করেছেন। এতে নারী সাংবাদিকদের অপমান করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ্যে তিনি এ ধরনের মন্তব্য করে অপরাধ করেছেন। যা মানহানীকর এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এই কুৎসিত মন্তব্য করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করেন। পরে সোমবার বিকেলে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়।

মামলায় বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম জানান, মামলাটি ৫০০ এবং ৫০১ ধারায় দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত আমলে নিয়েছে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন।