cbn  

শহর সংবাদদাতা:
কক্সবাজারে অটোবাইক শ্রমিক নির্যাতন ও টোকেন এর নামে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের লালদীঘির পাড়স্থ সংগঠনের কার্যালয় হতে মিছিল শুরু হয়।
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির কক্সবাজার জেলা শাখার সভাপতি রুহুল কাদের মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারঘাটা হয়ে বিমানবন্দর সডকের মোড়, আদালত চত্ত্বর প্রদক্ষিণ করে পৌরসভা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনটির কক্সবাজার শহরের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সহসভাপতি মোহাম্মদ হামিদ, ১নং ওয়ার্ডের সভাপতি মফিজুল আলম, ২ নং ওয়ার্ডের সভাপতি ভুট্টু কোম্পানী, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির, ৪ নং ওয়ার্ডের সভাপতি জিয়াবুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার, ৫ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর, ৬নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শাহজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ডের সভাপতি মনসুর উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ৮ নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন, ৯নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কালু, সাধারণ সম্পাদক খালেদ বিন ওয়ালীদ, ১১ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ খলিল, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ১২ ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সহসভাপতি সামশুল আলম, পর্যটন আঞ্চলের সভাপতি মোহাম্মদ ইউছুপ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ নিরাপদ সড়কের প্রতিষ্ঠাতা চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চনের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার স্ত্রীর আত্নার মাগফেরাত কামনা করেন ।
সমাবেশে বক্তারা কক্সবাজারের যানজটের জন্য অবৈধ টমটম, টুকেনের নামে চাঁদাবাজীর এবং টুকেনধারীদের হাতে অটোবাইক চালকদের হয়রানীর কথা তুলে ধরেন। সংগঠনটির সভাপতি রুহুল কাদের মানিক বলেন, অটোবাইক চালকদের টাকা মরা গরুর মাংসের মত সবাই খাচ্ছে। খুটিনাটি কারণে অটোবাইক শ্রমিকদের উপর নির্যাতন চালানো হয়। তিনি প্রসাশনের প্রতি অটোবাইক চালকদের নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করেন। পরিশেষে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে সমাবেশ শেষ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •