cbn  

গত ২১ অক্টোবর অনলাইন পোর্টাল কক্সবাজার নিউজ ডটকমে “টেকনাফে ফের সোনা চোরাচালান চক্র সক্রিয় “শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত সংবাদে আমাদের সোনা চোরাচালান ও ইয়াবা ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। যাহা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা নিন্মলিখিত ব্যক্তিগন সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি যে, এলাকায় এসে অনুসন্ধান করে আমাদের বিরুদ্ধে অবৈধ ব্যবসা যেমন ইয়াবা সোনা চোরাচালানসহ কোন প্রকার বেআইনি অবৈধ কারবারের বিন্দু পরিমাণ সংশ্লিষ্টতা পান তাহলে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করুন এই সংবাদের সত্যতা আমরা মাথা পেতে নেব।আর যদি কারো দোষে আমাদের দোষারোপ করা হয় বা আমাদেরকে অহেতুক হয়রানি করা হয় তাহলে সেই সাংবাদিক ভাইদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখি আপনাদের একটি মিথ্যা সংবাদ যাদের বিরুদ্ধে প্রকাশ করলেন তারা যে কত হয়রানির শিকার হয়েছে, হচ্ছে বা হবে এর জন্য দায়ী কে? আমরা জানি সাংবাদিক ভাইয়েরা জাতির দর্পণ। জাতির দর্পণেরা যেন সত্য সংবাদ প্রকাশ করেন সেই দাবী টুকুন সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জানাচ্ছি। আর কক্সবাজার নিউজ ডটকম এ আমাদের জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তা নিয়ে পাঠক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের কোন ভাইদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

নিবেদকঃ
মাহমুদুল করিম, সৈয়দ হোসেন, মোঃইসমাইল, দীল মুহাম্মদ, আজিজুর রহমান, মাস্টার মহিউদ্দিন। সাং- সাবরাং বাজার পাড়া, টেকনাফ।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •