মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ স্লোগানে ২২ অক্টোবর সারাদেশের ন্যায় মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়ক দিবস পালন করে।
এদিন সকাল ১০টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান মারুফের নেতৃত্বে মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা বিদ্যালয়, গোরকঘাটা হাই স্কুল, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী বঙ্গবন্ধু সরকারি কলেজ, কালারমারছড়া হাই স্কুল, কুতুবজোম মাদ্রাসা, ছোট মহেশখালীর আহমদিয়া তৈয়াবিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষক শিক্ষার্থী এতে অংশ নেয়।
পরে হোয়ানক টাইমবাজার স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং অদক্ষ চালকদের না চালানোর দাবি জানান।
এসকল বিষয়ে জনসচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।