নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটকের ব্যাগ ছিনতাই করে পালানোর সময় মো. হানিফ (২৫) নামে এক ছিনতাইকারীকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ছিনতাইকারী হানিফ খুরুশকুলের মো. সেলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সেলিম শেখ।

সেলিম শেখ জানান, শনিবার সন্ধ্যায় সুগন্ধা পয়েন্টে দুইজন ছিনতাইকারী এক নারী পর্যটকের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে সেখানে উপস্থিত অন্যান্য পর্যটকেরা তাদেরকে হাতেনাতে আটক করে বীচকর্মীদের হাতে তুলে দেয়। পরে একজন ছিনতাইকারীকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, বয়স ১৮ বছরের নিচে হওয়ায় অপর ছিনতাকারী মো. রমজানকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।