ঈদগাঁও সংবাদদাতাঃ

‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্বে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ করেছে কমিউনিটি পুলিশ।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে ঈদগাঁও কমিউনিটি পুলিশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সার্বিক সহযোগিতার শাহ জব্বারিয়া আদর্শ বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন।
তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ছাত্রীদের জীবনকে সুন্দর করে সাজাতে হলে ১৮ এর আগে প্রেম ও বিয়ে নয়। ২০ এর আগে সন্তান নয়। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দিন।
মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট। বক্তব্য রাখেন- নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনর রশিদ, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ওয়ার্ড কমিউনিটি পুলিশ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সমাবেশ পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক আবদুল গফুর।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কমিউনিটি পুলিশ।