মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী চিহ্নিত, তালিকাভূক্ত সন্ত্রাসী জলদস্যু, মাদক সম্রাট, অস্ত্র কারীগর ও মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসতে বেচেঁ নিয়েছেন আইন শৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পন করবেন। এ লক্ষ্যে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন টেলিভিশন, সংবাদ পত্রের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে আত্মসমর্পনকারীদের বিভিন্ন যোগাযুগের মাধ্যমে ২০ অক্টোবর  আত্মসমর্পন অনুষ্ঠানের দিন ধার্য্য করা হয়। উক্ত আত্মসমর্পন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত  মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এম.পি।

মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ন সচিব), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস প্রেরিত ই-মেইল/ফ্যাক্স তথ্যটি মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জামেরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তথ্যটি পাওয়া গেছে। ২০ অক্টোবর শনিবার সকাল ১১ টার সময় কক্সবাজার বিমান বন্দরে উপস্থিত হয়ে মহেশখালী হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। এই সময় কক্সবাজার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সঙ্গে থাকবেন। সকাল ১১ টা ৩০ মিনিটে আত্মসমর্পন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব এর উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আইন শৃংখলা বাহিনীর লোকজন। উপস্থিত থাকবেন, মহেশখালী উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং এলাকার লোকজন। পরে দুপুর আড়াটার সময় কক্সবাজার জেলা সদরের হোটেল সাইমনে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।