নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপরিবারের তারা কালী বাড়ি, স্বরস্বতি বাড়ি, বঙ্গপাহাড়, ইন্দ্রসেন ও কৃঞ্চনান্দধাম পূজা মন্ডপে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তারা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ মডেল কক্সবাজার। কারণ এখানে সর্ব মহল শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীনতায় রূপ দিয়েছে। এখানকার মানুষ ধর্মীয় সকল উৎসব একসাথে মহাসমারোহের সাথে পালন করে। ভাগাভাগি করে নেয় অনাবিল আনন্দ। যা সত্যিই বিরল। এ পর্যন্ত পূজায় অনাকাংখিত ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও ঘটবে না।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, এডিএম সাইফুল আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাসুদুর রহমান মোল্লা, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আবিদ হাসান, সদর থানা ওসি ফরিদ উদ্দিন খন্দকার, ওসি (তদন্ত) কামরুল হাসান, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সোমেস্বর চক্রবর্তী, সভাপতি এড. রনজিত দাশ, সহ-সভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, স্বরস্বতি বাড়ি পূজা মন্ডপের সভাপতি এড. তাপস রক্ষিত, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, বলরাম দাশ অনুপম, খোকন। এর আগে তারা লালদিঘির পাড়স্থ জেলা পূজা উদযাপন পরিষদের অফিস ব্রাক্ষ্ম মন্দিরে যান। সেখানে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।