নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার দুপুর ২টায় পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হবে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতা এবং জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ভিআইপি, ভিভিআইপি ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

সমুদ্র সৈকত থেকে এইবার প্রথম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে আরটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেল। দুপুর থেকে সন্ধ্যা অবদি গান ও নৃত্য পরিবেশন করবেন দেশের জনপ্রিয় জলের গানসহ খ্যাতনামা শিল্পীরা।

উক্ত মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করার জন্য দেশী-বিদেশী পর্যটকসহ সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা। এবার সৈকতে উখিয়া, চকরিয়া, সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১৫০ প্রতিমা বিসর্জন দেয়া হবে। এতে লাখো মানুষের সমাগম হবে।