বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানছিতে ঝিরিতে ভেসে নিখোঁজ হয়েছেন ঢাকার এক পর্যটক। বুধবার সকালে বন্ধুদের সাথে আরিফুল হাসান থানছি থেকে রেমাক্রী ইউনিয়নের নাফাখুম ঝর্ণায় বেড়াতে যান। এ সময় পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে ভেসে যান তিনি। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের নাম আরিফুল হাসান (২৬)। তিনি রাজধানীর কচুক্ষেত এলাকার বাসিন্দা।

থানছি থানার ওসি মো: আবদুল সাত্তার জানায়, ছয় পর্যটকরা হলো- ঢাকার মহাখালির আবুল হাসনাত (২৬), বাড্ডার নিশাত পারভেজ অভি (২০), আরিফুল হাসান (২৭), বাড্ডার শামসুল করিম (২৮) খিলগাঁও এলাকার আসলাম রাকিব হাসান (২৮) ও বাসাবোর ফাহাদ বিন তৌহিদ (২৬)। এর মধ্যে আরিফুল নিখোঁজ রয়েছে।

বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাবিবুল হাসান জানান, থানছি থেকে ৬ পর্যটক ইঞ্জিন-চালিত নৌকায় করে রেমাক্রী আসার পর তারা নাফাখূম ঝর্ণা দেখতে যান। সেখানে সেঙ্গুম পাহাড়ি ঝিরি (খাল) পার হওয়ার সময় আরিফুল হাসান স্রোতে ভেসে যান। এখনো তার খোঁজ পাওয়া যায় নি।

ঘটনার খবর পেয়ে থানছি থেকে বিজিবি ও পুলিশ ঐ এলাকায় গিয়েছে।