গত মঙ্গলবার (১৬ অক্টোবর) কক্সবাজারের বিভিন্ন দৈনিক ও অনলাইনে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় ‘ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে কিছু তথ্য অতিরঞ্জিত লেখা হয়েছে। যা বাস্তবতার সাথে কোন মিল নেই। সংবাদের আংশিক প্রতিবাদ জানাচ্ছি।
মূলতঃ ছাদ থেকে পড়ে নিহত শ্রমিক আমির হোসেন কন্ট্রাক্টর সামশুল আলমের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে যায়। যার প্রমাণ আমার হাতে অাছে। ওখানে আমার সম্পৃক্ততা থাকার প্রশ্নই উঠে না। এটি নিছক একটি দুর্ঘটনা। কন্ট্রাক্টর সামশুল আলমের সাথে আমার চুক্তি হয়।
সংবাদে নিহত শ্রমিককে ইচ্ছার বিরুদ্ধে কাজে বাধ্য করার অভিযোগ মোটেও সত্য নয়। বিল্ডিং কোড অনুযায়ী কন্ট্রাক্টর এর সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে গিয়েছিল শ্রমিক আমির হোসেন। সেখানে ভবনের মালিক হিসেবে আমাকে জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও বিশেষ মহলের ষড়যন্ত্র মনে করি।
ঘটনার বিষয়ে প্রশাসন, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
হাজি মোহাম্মদ জাকারিয়া
পিতাঃ ছিদ্দিক আহম্মদ
মহেশখালীয়াপাড়া, টেকনাফ সদর।