বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মোজাম্মেল হক (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজেউন)। ১৬ অক্টোবর রাত ৩টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ পুত্রসন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে যান। বিচারপতি মোজাম্মেল হক অবসরে গিয়ে সিরাজগঞ্জ – ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিচারপতি থাকাকালে হাইকোর্টের একটি মামলায় তিনি তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “রং হেডেড” বলে রায়ে পর্যবেক্ষন দিয়ছিলেন।